কলকাতা ফুটবল লিগ খেলেতে চেয়ে আবেদন অভিষেক ব্যানার্জির ডায়মন্ডহারবারের একটি ক্লাবের। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য আইএফএ অফিসে আবেদন জমা দিল ডায়মন্ড হারবারের একটি ক্লাব। ডায়মন্ড হারবারের এই ক্লাবের কোচ প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং সভাপতি হয়েছেন গৌরাঙ্গ ব্যানার্জি। ক্লাবের প্রধান অভিষেক ব্যানার্জি।
এমপি কাপের ফাইনালের দিন সেখানে হাজির হয়ে অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন, তিনি সিএফএলে খেলার জন্য ডায়মন্ডহারবারের একটি ক্লাবকে ব্যবস্থা করে দেবেন। সেই কথা মতন ডায়মন্ডহারবারের এই ক্লাব সিএফএল টুর্নামেন্টে খেলতে চলেছে। ২০১৭ সালে ডায়মন্ড হারবার এমপি কাপের সূচনা করেছিলেন সেখানকার সাংসদ অভিষেক ব্যানার্জি। ২০২০ সালে কোভিডের জন্য এই খেলা বন্ধ ছিল। ২০২১ এর পর ২০২২ এও হচ্ছে এমপি কাপ।
উল্লেখ্য, এশিয়ার পুরনোতম ফুটবল লিগ সিএফএল। শুরু হয়েছিল ১৮৯৮ সালে। তখন খেলত শুধু ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট। ১৯৩৩ সাল পর্যন্ত কোনও ভারতীয় বা বাংলার কোনও ক্লাব সুবিধে করতে পারেনি। ১৯৩৪ সালে প্রথম স্বদেশি ক্লাব হিসেবে লিগ জয় করে মহামেডান স্পোর্টিং। তারপর টানা পাঁচবার তারাই জেতে। ১৯৩৯ সালে জেতে মোহনবাগান। ইস্টবেঙ্গলের প্রথম কলকাতা লিগ জয় করে ১৯৪২ সালে।
Comments are closed.