কয়লা কাণ্ডে অভিষেক ব্যানার্জির শ্যালিকাকে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের সঙ্গে অভিষেকের স্ত্রীর বয়ানের মিল খুঁজে বের করার চেষ্টা করবে সিবিআই। মঙ্গলবার অভিষেক ব্যানার্জির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
সোমবার দুপুরে মেনকা গম্ভীরের পঞ্চসায়রের উপহার আবাসনে পৌঁছান সিবিআই আধিকারিকরা। রবিবার মেনকার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে দাবি, মেনকার সঙ্গে দেখা করার জন্য তদন্তকারী আধিকারিকদের বাড়ির বাইরে আধঘণ্টা অপেক্ষা করতে হয়। আধিকারিকদের সঙ্গে আবাসনের নিরাপত্তারক্ষীদের টানাপোড়েন চলে। তারপর অবশ্য সিবিআই গোয়েন্দারা ভেতরে ঢুকে যান। সিবিআই সূত্রের দাবি, খতিয়ে দেখা হয়েছে মেনকার ব্যাঙ্ক লেনদেনের বিভিন্ন নথি। মেনকার লন্ডনে একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা। প্রয়োজনে তাঁকে ফের জেরা করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে। রুজিরার বয়ানের সঙ্গে মেনকার বয়ানের মিল রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।
এদিন মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে ৭ জন সিবিআই কর্তা গিয়েছিলেন। এই ৭ জনের দলে ছিলেন দুজন মহিলা আধিকারিক।
Comments are closed.