কয়লা ও চিটফান্ডকাণ্ড: অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরকে ৭ ঘন্টা জিজ্ঞেসাবাদ, হাজিরা এড়ালেন পার্থ চ্যাটার্জি

কয়লা ও চিটফান্ডকাণ্ডে তৎপর CBI, ED। সোমবার কয়লাকাণ্ডে CGO কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক ব্যানার্জির শ্যালিকার স্বামী ও শ্বশুর। অন্যদিকে আইকোর চিটফান্ডকাণ্ডে পার্থ চ্যাটার্জি এদিন হাজিরা এড়ালেন। এদিন সকালে ইডির দফতরে হাজিরা দেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে শুভাপ্রসন্নকে তলব করে ইডি।

এর আগে কয়লাকাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করে CBI। রুজিরার বাড়ি শান্তিনিকেতনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে CBI। সেইসময় রুজিরার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞসাবাদ করেছিল CBI। এরপরই মেনকার স্বামী ও বাবাকে সোমবার তলব করে সিবিআই। সেইমত এদিন হাজিরা দেন তাঁরা। অন্যদিকে আইকোর চিটফান্ডকাণ্ডে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে তলব করেছিল CBI।

চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন আজ ED দফতরে যান। আগামী ১৮ মার্চ CGO কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা আরেক তৃণমূল নেতা মদন মিত্রের। কয়েকদিন আগে সারদা মামলা নিয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টানা ছয় ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

Comments are closed.