লক্ষ্য, খরচ নিয়ন্ত্রণ এবং কাজে গতি বৃদ্ধি। আর সে কারণেই ফের একবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মার্ক জুকার বার্গের সংস্থা মেটা। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের জন্য বাছা হয়েছে। চলতি সপ্তাহেই তাঁদের নাম প্রকাশিত হতে পারে। যা নিয়ে ফের একবার মেটা কর্মীদের মধ্যে উদ্বেগের পরস্থিতি তৈরি হয়েছে।
যদিও এই প্রথম নয়। গত বছর নভেম্বর মাসেই সারা বিশ্বজুড়ে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। এবারে কোম্পানি ব্যয় কমাতে আরও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল সংস্থাটি।
এদিকে সংস্থার এক অংশের দাবি, এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। দীর্ঘদিন ধরেই কর্মীদের একথা জানানো ছিল। খোদ জুকার বার্গ জানিয়েছিলেন, মেটার অনেক দফতরেরই অতিরিক্ত বিভাগ রয়েছে। যেখানে অতিরিক্ত কর্মী থাকায়, অনেক সিদ্ধান্তই নিতে গিয়ে আলাপ আলোচনায় সময় বেশি ব্যয় হচ্ছে। আর এই প্রবণতা কমাতেই বেশ কিছু পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কোম্পানির কাজেও গতি বাড়বে বলে মেটা কর্তৃপক্ষ আশাবাদী।
Comments are closed.