বর্তমানে মেট্রোর সবই এসি কোচ। তীব্র গরমে তাই মেট্রোতে যাতায়েত কিছুটা স্বস্তির। সে তুলনায় গ্রীষ্মকালে ভিড় লোকালে যাতায়াতের অভিজ্ঞতা রীতিমতো দুর্ভোগের। তবে এবার রেলের নতুন সিদ্ধান্তে লোকাল ট্রেনের যাত্রীদের কিছুটা স্বস্তি মিলবে। কারণ, এবার লোকাল ট্রেনেও জুড়তে চলেছে এসি কোচ।
রেলের তরফে খবর, প্রথম দফায় শিয়ালদহ ডিভিশনে এসি কোচ পরিষেবা শুরু হতে চলেছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রথম ধাপে কয়েকটি ইএমইউ ট্রেনের সঙ্গেই এসি কোচ জোড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে, শিয়ালদহ-রানাঘাট লাইনে এসি কোচ যুক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অন্যান্য রুটেও লোকাল ট্রেনে এসি কোচ জুড়ে দেওয়া হবে।
যদিও এসি কোচের জন্য ভাড়াও বেশ অনেকটাই বাড়ানো হয়েছে। যাঁরা লোকাল ট্রেনে ৫ টাকার টিকিট কাটেন এসি কোচের জন্য তাঁদের ২৫ টাকার টিকিট কাটতে হবে। আবার ১০ টাকার বদলে টিকিটের জন্য দিতে হবে ৫৫-৮৫ টাকা পর্যন্ত। যদিও দূরত্ব অনুযায়ী এই ভাড়া নির্ধারণ হবে।
Comments are closed.