ট্রেনের এসি কামরার ভাড়া কমছে। এসি থ্রি ইকোনমি কোচের ক্ষেত্রে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া দিতে হবে না আর। রেলওয়ে বোর্ড একটি সার্কুলার জারি করেছে। জানা গিয়েছে, এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া এসি থ্রি কোচের থেকে কম হবে। মঙ্গলবার এই সার্কুলার জারি হওয়ার পর থেকে বুধবার থেকেই তা কার্যকরী হবে। গত বছর রেলওয়ে বোর্ড এসি থ্রি ও এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া সমান করেছিল।
আগে এসি থ্রি ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়া না হলেও গত বছর ভাড়া সমান হয়ে যাওয়ার পর এসি থ্রি ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়া শুরু হয়। মঙ্গলবার রেলওয়ে বোর্ড সার্কুলার জারি করে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ভাড়া কমানোর পাশাপাশি ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়ার ব্যবস্থা চালু থাকবে বলেই জানা গিয়েছে। রেলের এক আধিকারিকের কথায়, যেসব যাত্রীরা আগে টিকিট কেটে নিয়েছেন বা অনলাইন টিকিট কেটেছেন তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। এসি থ্রি ইকোনমি কোচে বার্থের সংখ্যা ৮০ অন্যদিকে এসি থ্রি কোচে বার্থের সংখ্যা ৭২। এই কারণেই এসি থ্রি ইকোনমি কোচের বার্থ এসি থ্রি কোচের থেকে ছোট।
Comments are closed.