উপ সংশোধনাগার থেকে পালালো ৩ বন্দি। দুর্গাপুরের ফুলঝোড় উপ সংশোধনাগার থেকে পালিয়েছে এই বন্দিরা। গামছা দিয়ে দড়ি বানিয়ে পালিয়ে যায় তারা। যদিও শেষরক্ষা হয়নি। পুলিশের জালে ফের ধরা পড়ে এক বন্দি। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চলছে। রবিবার বিকেলে বন্দিদের গোনার সময় দেখা যায় ৩ জন উধাও। খুন, খুনের চেষ্টা ও পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল এই ৩ বন্দি। অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার রামনগরের বাসিন্দা ভুবন নিয়োগী। খুনে দোষী জামুড়িয়ার শ্রীপুর মোড়ের বাসিন্দা মহম্মদ শাহাবুদ্দিন এবং ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার বাসিন্দা নেপাল মিদ্যা।
এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ডিআইজি কারা সহ অনান্য পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। গত সাত বছর আগেও তিনজন বিচারাধীন বন্দি গেটের রক্ষীদের মাদক মেশানো খাবার খাইয়ে পালিয়ে গিয়েছিল। এই বিষয়ে দুর্গাপুরের এসিপি তথাগত পাণ্ডে জানিয়েছেন, সংশোধনাগারে ব্যবস্থা আলাদা। তদন্ত করে দেখা হচ্ছে কী হয়েছিল৷ বর্ধমান রেঞ্জের কারা দফতরের ডিআইজি শুভব্রত চ্যাটার্জি বলেন, এই ঘটনার পর জেলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
Comments are closed.