জিততে না পারলেও তাঁদের লড়াই নজর কেড়েছে। এবার সেই লড়াইয়ের প্রশংসা করে বার্তা এলো প্রতিবেশী পাকিস্তান থেকে।
একুশের নির্বাচনে বালির সিপিএম প্রার্থী তথা SFI এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্তিসা ধরের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করলেন পাকিস্তানের বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতা তাইমুর রহমান।
রবিবার অধ্যাপক তাইমুর রহমান বাম যুব নেত্রীর কয়েকটি ছবি ট্যুইট করে লেখেন, দীপ্তিসা’দের জন্য নিজেকে একজন কমিউনিস্ট বলতে গর্ববোধ করি।
তৈমুর পাকিস্তানের মজদুর কিষান পার্টির সম্পাদক। পাশাপাশি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজেমেন্ট সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। রাজনীতি, অধ্যাপনার পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত তৈমুর রহমান। অক্সফোর্ড প্রেস থেকে প্রকাশিত তাঁর বই ‘দ্যা ক্লাস স্ট্রাকচার অব পাকিস্তান’ ২০১২ সালে পাকিস্তানে পুরস্কৃত হয়। তাঁর গানের দলের নাম লাল। কয়েক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গানের দল লালকে নিয়ে অনুষ্ঠান করে গেছেন তাইমুর।
তাইমুর ট্যুইটে আরো লেখেন, বৃহত্তর পরিবর্তনের ক্ষেত্রে দীপ্তিসা’দের আত্মত্যাগ অনস্বীকার্য। যুব নেত্রীকে তাঁর বার্তা, হাল ছেড়ো না কমরেড, লড়াই জারি রাখো।
Activists like @DharDipsita make me proud to call myself a communist. It is the countless sacrifices of individuals like her that have moved the gigantic heavy wheels of history forward. Keep it up comrade. Don’t give up the fight.
Inqalab Zindabad! https://t.co/ilYyoWx9A8
— Taimur Rahman (@Taimur_Laal) May 30, 2021
তৈমুরকে পাল্টা শুভেচ্ছা জানিয়ে দীপ্তিসাও লেখেন রেড স্যালুট কমরেড, আমরা কাছে এটি বড় পাওয়া।
জহরলাল ইউনির্ভাসিটির ছাত্রী দীপ্তিসা একুশের নির্বাচনে প্রার্থী ঘোষিত হওয়ার পরেই খবরের শিরোনামে উঠে আসেন। JNU তে পড়াকালীন দীপ্তিসা’দের নেতৃত্বে ছাত্র আন্দোলন গোটা দেশে সাড়া ফেলেছিল। একুশের ভোট যুদ্ধে বামেদের এই তরুণ মুখকে বালি বিধানসভা থেকে প্রার্থী করেছিল আলিমুদ্দিন। সিপিএমের তরুণ ব্রিগেডের অন্যতম মুখ দীপ্তিসা প্রচারে নজর কাড়েন। পরাজিত হলেও বালি ২০১৬ এর তুলনায় বালিতে বিপুল ভোট বেড়েছে সিপিএমের।
নির্বাচনের ফল প্রকাশের পরেই করোনা রুগীদের সাহায্যে তাঁর নেতৃত্বে বালির রেড ভলেন্টিয়ার্সদের কাজ প্রশংসিত হচ্ছে নানা মহলে। সম্প্রতি করোনা রুগীদের জন্য বালিতে দীপ্তিসা’রা কোভিড ক্যান্টিন চালু করেছেন। দিনে দু’বেলা করোনা রুগীদের বাড়িতে খাওয়ার পৌঁছে দিচ্ছেন তাঁরা।
Comments are closed.