মহাযুদ্ধের এপিসেন্টার: নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু মহাগুরুর
জল্পনা শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান
১২ মার্চ মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রোড-শো করে মনোনয়ন জমা দিতে যাবেন একদা তৃণমূলের হেভিওয়েট। জল্পনা শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান। তবে সবথেকে বড় চমকের নাম মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর ভূমি আন্দোলনের মাটি থেকেই বিজেপির হয়ে বাংলার হাইভোল্টেজ ভোটের প্রচার শুরু করবেন ডিস্ক ডান্সার।
বিজেপির ব্রিগেডে সবথেকে আলোচিত নামটি ছিল মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগ দেওয়ার পরেই সাংবাদিকদের প্রশ্ন ছিল, নন্দীগ্রামে দিদির বিরুদ্ধে প্রচারে যাবেন? দল বললে নিশ্চয় যাব, উত্তর দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।
[আরও পড়ুন- মমতা: ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম]
একুশের মহাযুদ্ধের মূল আকর্ষণ নন্দীগ্রাম। নন্দীগ্রাম ভূমি আন্দোলনের মমতার একসময়ের সৈনিক শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। এদিকে, তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি আজই পৌঁছে গিয়েছেন নন্দীগ্রাম। কর্মীসভা করে পুজো দিয়েছেন স্থানীয় মন্দিরে। রাত কাটাবেন নন্দীগ্রামেই। বুধবার হলদিয়া গিয়ে জমা দেবেন মনোনয় পত্র।
Comments are closed.