বালিগঞ্জ উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের হয়ে ভোট প্রচার করলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সায়রা সম্পর্কে তাঁর ভাইয়ের মেয়ে। সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে বালিগঞ্জ বাসীর কাছে ভোট চাইলেন নাসিরুদ্দিন। সেই সঙ্গে নাম না করে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এদিন সিপিএম প্রার্থী নাসিরুদ্দিনের ভিডিও বার্তাটা ট্যুইট করেছেন।
ভিডিও’র শুরুতেই নাসির স্পষ্ট করে দিন, তিনি কোনও দলের হয়ে ভোট চাইছেন না। ব্যক্তি হিসেবেই তাঁর এই ভিডিও বার্তাটিকে নেওয়া হক। বলেন, ভাইঝি হওয়ার সুবাদে ছোটো থেকে সায়রাকে চেনেন তিনি। বরাবরই ও সৎ, সাহসী এবং সংবেদনশীল একজন মানুষ।
ভিডিও শেষের দিকে নাসিরুদ্দিন বলেন, বালিগঞ্জের মানুষ জানেন তাঁরা কাকে সমর্থন করবেন। নাম না করে বাবুল সুপ্রিয়কে তাঁর কটাক্ষ, এমন একজনকে মানুষ বেছে নেবে না, যিনি রং বদলান, সুযোগসন্ধানী এবং সমাজে বিদ্বেষ ছড়ান।
উল্লেখ্য কয়েকদিন আগে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও সায়রার প্রচারে ভোট চেয়ে ভিডিও বার্তা দেন। জানা গিয়েছে, রত্না কলকাতায়ও আসতে পারেন প্রচারে।
Comments are closed.