সেলেব্রেটি হয়েও নেই কোনো অহংকার! দশমীর দিন পাড়ার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, ভাইরাল হল সেই ছবি
বাংলা টেলিভিশনের পর্দার একজন অত্যন্ত সফল এবং দাপুটে অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। বহু ধারাবাহিক, সিনেমাতে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টারে। সেখানেই বর্তমানে তিনি সকলের প্রিয় লক্ষী কাকিমা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি পুজো করতে ভীষণ ভালোবাসেন তিনি।
ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী অপরাজিতা। তার মুখে এর আগে অনেকবার আমরা ঈশ্বরের প্রতি তার ভক্তির সম্পর্কে কথা শুনেছি। সব সময় পূজা অর্জনের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি। যে সময় যে পুজো হয় সেই সময় সেই পুজো নিয়ম মেনে করেন। সদ্যই শেষ হলো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সবে দশমী গিয়েছে। বর্তমানে সকলের ঘরে ঘরে কোলাকুলি, মিষ্টি আদান-প্রদান, শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা দেওয়া নেওয়া হচ্ছে। সিঁদুর খেলা ঠাকুর বরণের মাধ্যমে মাকে বিদায় জানিয়েছেন প্রত্যেকে। সেই আমেজ এখনো পুরোপুরি ভাবে কাটেনি।
গত দু’বছর করোনা মহামারীর কারণে কেউই ঠিকমত পুজো কাটাতে পারেনি। সকলের পুজোয় কেটেছে আতঙ্কে, ভয়ে। দীর্ঘ ২ বছর পর বাঙালি এ বছর হই হই করে আনন্দে মেতে উঠেছেন। সমস্ত ভয় দূরে রেখে সকলকেই খুশির আমেজে দেখা গিয়েছে। তবে গত বছর অভিনেত্রীর পুজো ভালো না কাটার আর অন্যতম একটি কারণ হলো শ্বশুরমশাইয়ের মৃত্যু। তবে এ বছর সেই সমস্ত মন খারাপ দূরে রেখে পুজোর আমি যে মেতে উঠেছেন অভিনেত্রী। দশমীর দিন সিঁদুর খেলার সময় অভিনেত্রীকে দেখা গিয়েছিল টকটকে লাল রঙের একটি শাড়িতে।
মা দুর্গাকে প্রাণ ভরে বরণ করার পর মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। পাড়ার বয়োজ্যেষ্ঠ সকলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অপরাজিতা কে নিজেদের মধ্যে পেয়ে পাড়ার মানুষেরা প্রত্যেকে ভীষণ খুশি ছিলেন। প্রত্যেকেই বলছিলেন “ও আমাদের ঘরের মেয়ে আমাদের পাড়ার মেয়ে।” এত বড় একজন অভিনেত্রী হয়েও সাধারণ মানুষের মধ্যেই থাকতে ভালোবাসেন অপরাজিতা। বরাবরই তাকে আমরা খুব সাধারন ভাবে দেখে এসেছি।
View this post on Instagram
Comments are closed.