এবার ক্যান্সার জয়ী ঐন্দিলা শর্মাকে দেবী দুর্গার রূপে দেখা যাবে কালার্স বাংলায়! বহু সময় পর আবার কাজে ফিরলেন জিয়নকাঠি খ্যাত এই অভিনেত্রী!
আর কিছুদিনের মধ্যেই মা দুর্গা হিমালয় পর্বত থেকে আসবেন এই মর্ত্যে। তবে মা দুর্গা একা নন সাথে থাকবে তার চার ছেলে মেয়ে। পিতৃপক্ষের অবসান এবং দেবিপক্ষের সূচনা কালে সকালবেলায় অনুষ্ঠিত হয় মহালয়া। প্রতিটি টিভি চ্যানেল নিজেদের মত করে মহালয়ার অনুষ্ঠান উপস্থাপিত করেন।
মহালয়া দিন ভোর পাঁচটা হলেই বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত হয় মহালয়া। এবার স্টার জলসায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে সোনামণিকে, এছাড়া দেবীর অন্যান্য রূপে ধরা দেবে দেবচন্দ্রিমা, সোলাঙ্কি ও খেয়ালি,তিয়াসা,শ্যামোপ্তি ও স্বস্তিকা প্রভৃতি অভিনেত্রীকে। আবার কালার্স বাংলা লাইভ দেবী দুর্গার চরিত্রে অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে দর্শকরা মা দুর্গার চরিত্রে পায়েল দে কে দেখতে চেয়েছিলেন। দর্শকদের সেই আশা পূরণ না হওয়ায় তারা মনে কষ্ট পেয়েছেন। তবে কালার্স বাংলার মহালয়ার দ্বিতীয় প্রোমোটি দেখে দর্শকরা খুশি হয়েছেন।
কালার্স বাংলায় দেবী ১০ মহাবিদ্যার দশটি রূপ দেখানো হবে।। মা দুর্গার চরিত্রে পাঠ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কালীর ভূমিকায় রয়েছেন ত্রিনয়নীর শ্রুতি দাস। দর্শকদের জন্য সবথেকে সুখবর হলো এই প্রোমোতে দেখা যাচ্ছে মহালয়ার অংশগ্রহণ করতে চলেছে জিয়নকাঠি ধারাবাহিক খ্যাত ঐন্দ্রিলা শর্মা। ক্যান্সার হওয়ার পর বহুদিন যাবত ঐন্দ্রিলা টিভির পর্দা থেকে দূরে ছিলেন। বহুদিন পর তিনি আবার টেলি পর্দায় কামব্যাক করছেন। এই জন্যই তার ভক্ত মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
এর পাশাপাশি মৌয়ের বাড়ি ধারাবাহিকের মৌ, টুম্পা অটো ওয়ালি ধারাবাহিকের টুম্পাও কালার্স বাংলার মহালয়াতে অংশগ্রহণ করছেন।
View this post on Instagram
Comments are closed.