রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট। রাজ্যজুড়ে ৭ লক্ষের বেশি প্রার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে পৌঁছাতে সমস্যা না হয় তাই অতিরিক্ত ট্রেন চলবে ওইদিন। চলবে অতিরিক্ত মেট্রো। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে টেটের জন্য শিয়ালদহ থেকে উত্তর ও দক্ষিণ শাখার আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চালানো হবে। শুধু ট্রেন নয়, এদিন অতিরিক্ত মেট্রোও চলবে। রবিবার ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। কিন্তু রবিবার ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। বিকেলে ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। ১৩৮ টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। এরমধ্যে ৬৯ টি আপ ও ৬৯ টি ডাউন মেট্রো চালানো হবে। প্রয়োজনে আরও মেট্রো চালানো হবে। রাস্তায় অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস থাকবে বলেও জানা গিয়েছে।
এদিন ইএমইউ স্পেশাল ট্রেন শিয়ালদহ ব্যারাকপুর শাখায় চলবে আপে সকাল ৮টা, ৯টা ৫ মিনিট, ৯টা ২৮ মিনিট, ৯টা ৪০ মিনিট, ১০টা ৫ মিনিটে। ডাউনে চলবে সকাল ৮টা ৪৮ মিনিটে, ৯টা ৫৭ মিনিটে, ১০টা ১৬ মিনিট, সাড়ে ১০টা ও ১১টায়।
শিয়ালদহ নৈহাটি শাখায় আপে ট্রেন চলবে ৯.৩৪ মিনিটে ও ডাউনে চলবে ১০.৪৭ মিনিটে। শিয়ালদহ মধ্যমগ্রাম শাখায় আপে ট্রেন চলবে সকাল ৭.৩২ মিনিটে ডাউনে চলবে ৮.৫২ মিনিটে।
শিয়ালদহ বারাসত শাখায় আপে ট্রেন চলবে সকাল ৯.৪০ মিনিটে ও ডাউনে চলবে ১০.৪০ মিনিটে।
শিয়ালদহ দত্তপুকুর শাখায় আপে ট্রেন চলবে সকাল ৮.৩০মিনিটে ও ডাউনে চলবে ৯.৪৩ মিনিটে।
শিয়ালদহ ডানকুনি শাখায় আপে ট্রেন ছাড়বে ১০.১৫ মিনিটে ও ডাউনে ট্রেন ছাড়বে ১১.২৬ মিনিটে।
অন্যদিকে দক্ষিণের শাখায় শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলবে আপে ৯.৪৫ মিনিটে ও ডাউনে ১০.৫৩ মিনিটে।
শিয়ালদহ সোনারপুর শাখায় সকাল সাড়ে ন’টায়, ৯.৫০ মিনিটে আপের ট্রেন ছাড়বে আর ডাউনে ট্রেন ছাড়বে সকাল ৮.৪২ মিনিটে ও সকাল ১০.১১ মিনিটে।
শিয়ালদহ বারুইপুর শাখায় আপে ট্রেন ছাড়বে সকাল ১০.১২ মিনিটে ও ডাউনে ট্রেন ছাড়বে ১১.৮ মিনিটে।
Comments are closed.