মেট্রো ডেয়ারি মামলায় অধীর চৌধুরীর আর্জি খারিজ আদালতের, স্বস্তিতে রাজ্য 

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রাজ্য সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতের তরফে সাফ জানানো হয়, রাজ্যের নীতিগত সিদ্ধান্তে আদালত কোনওভাবে হস্তক্ষেপ করবে না। 

মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর মামলা দীর্ঘ দিন ধরে কলকাতা হাইকোর্টের বিচারিধীন ছিল। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে ২০১৮ সালে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অধীর চৌধুরী। এদিন সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে।

উল্লেখ্য, মেট্রো ডেয়ারি রাজ্যের নিয়ন্ত্রণাধীন সংস্থা। অভিযোগ, এই সংস্থার ৪৩% শেয়ার বেআইনি ভাবে বিক্রি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি। যদিও এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের নীতিগত সিদ্ধান্ত হস্তক্ষেপ করবে না আদালত। সে কারণেই অধীর চৌধুরীর আবেদন খারিজ করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা, এখন সেটাই দেখার। 

Comments are closed.