সবজি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে তৎপর প্রশাসন, নবান্নে বৈঠক

পুজো এবং উৎসবের সুযোগ নিয়ে বাজারে আলুসহ বিভিন্ন সব্জির দাম ভীষণ চড়া। এই অন্যায় রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তবে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর রাখবে নবান্ন। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা বিশেষ বৈঠকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

টাস্ক ফোর্স এবং পুলিসের এনফোর্সমেন্ট শাখা খুচরো বাজারে দামের উপর নজরদারি চালাবে। চাষির কাছ থেকে সরাসরি সব্জি কিনে ‘সুফল বাংলা’ স্টলের মাধ্যমে তা ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আরও উদ্যোগী হবে রাজ্য। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বৈঠকে জানান, কলকাতাসহ বিভিন্ন পুরসভা চাইলেই আরও সুফল বাংলা স্টল চালু করা হবে। এখন রাজ্যে তাদের ৬৮০টি স্টল চলছে। গত তিনমাসে ৩০টি নতুন স্টল খোলার লক্ষ্যমাত্রা নিয়ে খোলা হয়েছে বাস্তবে ৮০টি!

বৈঠকে সরকারের তরফে ব্যবসায়ীদের প্রতিনিধিদের উদ্দেশে বলা হয়েছে, আলুর দাম আরও কমাতে উদ্যোগী হবে তাঁদের। হিমঘর থেকে বেরনোর পর জ্যোতি আলুর দাম কেজিতে ২৪ টাকার মধ্যে রাখার পরামর্শ দিয়েছে সরকার। এতে খুচরো বাজারে আলু ২৯-৩০ টাকার মধ্যে বিক্রি করা যাবে। হিমঘরগুলিতে এখনও প্রায় ২৩ লক্ষ টন আলু মজুত আছে। সেখানে আগামী দু’মাসে রাজ্যের চাহিদা প্রায় ১০ লক্ষ টন। মজুত আলু দ্রুত বের করে বাজারে সরবরাহ করার জন্য ব্যবসায়ীদের উদ্যোগী হতে বলেন বেচারামবাবু। তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়সীমার (৩০ নভেম্বর) পর এবার হিমঘর চালু রাখার অনুমতি মিলবে না। আলু এখন থেকেই বেশি পরিমাণে বের করতে হবে, না-হলে ব্যবসায়ীরাই সমস্যায় পড়বেন, তখন লোকসানের ধাক্কা সইতে হবে তাঁদের।

Comments are closed.