গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এই বছর ড্রোনের মাধ্যমে গঙ্গাজল ছেটানো হবে পূণ্যার্থীদের ওপর। মকর সংক্রান্তির দিন সমুদ্রের জল নিয়ে যাওয়া হবে কপিল মুনির মন্দিরে। সেখান থেকে একটি নির্দিষ্ট জায়গায় সব পূণ্যার্থীদের একত্রিত করে ড্রোনের মাধ্যমে গঙ্গাস্নান করানোর ব্যবস্থা করা হবে। ১৫০ থেকে ২০০ জন পুণ্যার্থীকে স্নান করানোর ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন করোনা সংক্রমণ রুখতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসনিক আধিকারিকরা কোভিডে ভিড় এড়াতে নানা রকম চিন্তা ভাবনা করছে।
কোভিড পরিস্থিতিতে গতবছরেও গঙ্গাসাগরে জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। ই স্নান করানোর ব্যবস্থা করা হয়েছিল।
সমুদ্রের জল পাইপ লাইন দিয়ে নিয়ে গিয়ে অস্থায়ী স্নানের জায়গা তৈরি করা হয়েছিল। সেই ব্যবস্থা পূণ্যার্থীদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। এবার ড্রোনের মাধ্যমে আকাশ পথে পুণ্যার্থীদের ওপর গঙ্গাজল জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে।
Comments are closed.