করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ ১৭ মাস পর হাওড়া স্টেশনে খুলে গিয়েছে ফুড প্লাজা। নয়া ফুড প্লাজা ঘুরে দেখেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। নতুন এই ফুড প্লাজা ৩,১২২ বর্গফুটের। বিমানবন্দরের আদলেই তৈরি এই ফুড প্লাজা।
জানা গিয়েছে, এই ফুড প্লাজায় কেমিক্যাল ছাড়া খাবার তৈরি করা হবে। সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভস্টক ইউনিয়ন লিমিটেডের দুধ, চাল, গম, শাকসবজি থেকে খাবার তৈরি করা হবে। এ ছাড়াও পাওয়া যাবে চাইনিজ খাবার, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ সহ আরও অনেক কিছু। প্রায় ২৭৫ জন বসে ও দাঁড়িয়ে খাবার খেতে পারেন এখানে৷ চা, কফি, ফ্রুট জুস থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত পাওয়া যায় এখানে। প্রতি বছর পুজোর আগে এই ফুড প্লাজায় যাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতন। করোনা র কারণে টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। তাই পুজোর আগে এখানে সারাদিন প্রচুর মানুষ যাতায়াত করছেন। তেমনই খাবার পেয়ে খুশি যাত্রীরা। উল্লেখ্য, হাওড়া ও শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজা বিমানবন্দরের ফুড লাউঞ্জের মতনই। এখানে একসঙ্গে অনেক যাত্রী দাঁড়িয়ে বা বসে খাবার খেতে পারেন। একই সঙ্গে খাবার নিয়ে তারা যেতেও পারেন।
Comments are closed.