আগামী শুক্রবার ১ জুলাই রথযাত্রা। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বছর কলকাতায় ইসকনের রথযাত্রার ৫১ তম বর্ষ। কোভিডের কারণে গত তিন বছর রথযাত্রা অনুষ্ঠান ছোট করে করা হয়েছিল। কিন্তু এই বছর সাড়ম্বরেই পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ীভাবে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির তৈরি করা হবে। সেখানেই ৭ দিন থাকবেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। এই ৭ দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে অ্যালবার্ট রোডে ইসকনের মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। এরপর এ জে সি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে রথযাত্রা। প্রায় ১৫০টি দেশের প্রতিনিধিরা কলকাতার ইসকনের রথযাত্রায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। গত দুবছর করোনার জন্য ভালোভাবে রথযাত্রার আয়োজন না করা হলেও এইবছর সাড়ম্বড়ে পালিত হবে রথযাত্রা। মনে করা হচ্ছে রথ উপলক্ষ্যে ২০ লক্ষের বেশি ভক্ত সমাগম হবে। তবে কোভিড বিধি মেনেই পুরো রথযাত্রার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।
Comments are closed.