কালীপুজোর আগেই বাড়ি ফিরছেন অভিষেক ব্যানার্জি। আমেরিকায় চোখের জটিল অস্ত্রোপচার হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। এবার তিনি বাড়ি ফিরছেন। কালীপুজো পরিবারের সঙ্গে কাটাবেন।
আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেক ব্যানার্জির বাম চোখের অস্ত্রোপচার হয়। গত ১২ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর বাম চোখে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার সময় হুগলির সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক ব্যানার্জির কনভয়। তাঁর বাম দিকের চোখে গুরুতর চোট লাগে। বাম দিকের চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে গিয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদের। সিঙ্গাপুর, হায়দরাবাদের পর দুবাইতে গিয়েও চিকিৎসা করিয়েছিলেন তিনি। এর আগেও এককাধিকবার চোখে অস্ত্রোপচার হয়েছিল অভিষেকের। এবার আমেরিকায় গিয়ে চিকিৎসা করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে আমেরিকার জন্স হপকিন্স হাসপাতাল থেকে কলকাতায় ফিরেও চিকিৎসদের পরামর্শ অনুযায়ী বেশকিছু বিধি নিষেধ মানতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে।
মমতা ব্যানার্জির বাড়িতে প্রতিবার ধুমধাম করে কালীপুজো হয়। মুখ্যমন্ত্রী নিজে এই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আর বাড়ির ছেলে কালীপুজোর আগেই ফিরে আসছে।
Comments are closed.