আলিপুর কমান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে নিজাম প্যালেসে ফিরলেন অনুব্রত। সূত্রের খবর, এবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিবিআই। প্রথমে ঠিক ছিল শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। কিন্তু আচমকাই পরিকল্পনা বদল করেন তদন্তকারীরা। এদিন প্রথমেই তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিক্যাল পরীক্ষা শেষে বিকেল ৫ টা নাগাদ ফের তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। কোর্টের নির্দেশ মতো ৪৮ ঘন্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবে ওই মেডিক্যাল টিমের চিকিৎসকরা। এদিন কমান্ড হাসপাতালের এমার্জেন্সীতে দীর্ঘক্ষণ অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হয়। এদিন তৃণমূল নেতার আইনজীবীরাও কমান্ড হাসপাতালে উপস্থিত ছিলেন।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য একটি দীর্ঘ প্রশ্ন তালিকা তৈরি করেছে সিবিআই। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত এনামুল হক, অনুব্রতর দেহরক্ষী সয়গাল হোসেন গ্রেফতার হয়েছে। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তৃণমূল নেতাকে জেরা করবেন গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই নিজাম প্যালেসে তৎপরতা শুরু হয়েছে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজাম প্যালেসের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
Comments are closed.