তৃতীয় ঢেউ শিয়রে। এরমধ্যেই বাংলার জন্য অতিরিক্ত ২৯ লক্ষ কোভিড টিকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। মোদী-মমতা বৈঠকে বাংলার জন্য টিকা নিয়ে আলোচনা হয়েছিল। মমতা ব্যানার্জি আরও বেশী টিকা চেয়েছিলেন কেন্দ্রের কাছে। এরপরই রাজ্যের জন্য অতিরিক্ত ২৯ লক্ষাধিক কোভিড টিকা বরাদ্দ করল কেন্দ্র সরকার।
এই মাসেই রাজ্যের জন্য যা টিকা বরাদ্দ তার থেকে অতিরিক্ত ৭ লক্ষ টিকা পাঠিয়েছিল কেন্দ্র। জানা গেছে, এই মাসের শেষেই আরও ২২ লক্ষ টিকা পাঠাবে কেন্দ্র। এরমধ্যে ২০ লক্ষ কোভিশিল্ড এবং আড়াই লক্ষ অতিরিক্ত কোভ্যাক্সিন টিকা আছে। এই মাসে বাংলার জন্য অগস্ট মাসে রাজ্যের জন্য প্রায় ৭৩ লক্ষ টিকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। এবার আরও ২৯ লক্ষ অতিরিক্তি টিকা পাঠাচ্ছে কেন্দ্র।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, রোজ ৫ লক্ষাধিক টিকা দিতে পারে রাজ্য। কেন্দ্র আরও টিকা পাঠালেই টিকাকরণ জোরকদমে শুরু হবে। সোমবার ৫ লক্ষাধিক মানুষ টিকা পেয়েছেন। একই সঙ্গে রাজ্যে মোট এক কোটি মানুষ দুটো ভ্যাকসিন নিয়ে নিয়েছেন।
Comments are closed.