রাজনীতি ত্যাগের পরও বিজেপির তারকা প্রচারক বাবুল, মমতার বিরুদ্ধে মাঠে নামবেন আসানসোলের ‘অরাজনৈতিক’ সাংসদ?
শুক্রবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর এদিনই নিজেদের প্রার্থী ঘোষণার পাশাপাশি তারকা প্রচারকেরও নামের তালিকা জানিয়েছে গেরুয়া শিবির। প্রকাশিত তালিকায় একটি নাম ঘিরেই ফের শুরু হয়েছে জল্পনা।
মমতার বিরুদ্ধে বিজেপির তারকা প্রচারকের তালিকায় রয়েছেন রাজনীতিকে বিদায় জানানো বাবলু সুপ্রিয়। বেশ কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবলু। তারপরেও বিজেপির তারকা প্রচারকের তালিকায় কীভাবে তাঁর নাম রাখা হল, এনিয়ে রাজ্য রাজনীতির অলিগলিতে নানা জল্পনা দানা বেধেঁছে। অভিমান সরিয়ে বাবলু কী ফের পদ্ম পতাকা হাতে তুলে নেবেন?
যদিও অন্য একটি সূত্রের দাবি, বাবুলকে তালিকায় রাখা হলেও তিনি আদৌ প্রচারে ভবানীপুরে আসবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেক্ষত্রে দল তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
তবে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাকে ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বাবুল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাবুলের নাম তালিকায় রাখার নেপথ্যে অন্য সমীকরণ রয়েছে রাজ্য নেতৃত্বের। রাজনীতি ছাড়ার পরেই তৃণমূলে যোগ দিতে পারেন এমন একটি জল্পনা দেখা দিয়েছিল। যদিও গেরুয়া শিবির থেকে সরে এলেও তিনি সোশ্যাল মিডিয়ায় দলের নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সমান ভাবে সরব। যার জেরে বাবুলের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই পরিস্থিতি তাঁকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নের উত্তর পেতেই রাজ্য বিজেপির তরফে এটি একটি কৌশলী সিধান্ত হতে পারে বলে অনেকে মনে করছেন। এখন দেখার আগের মতোই ‘অরাজনৈতিক’ বাবুল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভোট প্রচারে অংশগ্রহণ করেন কিনা।
উল্লেখ্য বাবুল ছাড়াও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভবানীপুরে প্রচার করবেন দিলীপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতৃত্ব।
Comments are closed.