তিনি রাজ্যের উন্নয়ন নিয়ে এত চিন্তিত, জেনে ভালো লাগলো, শ্রাবন্তীর বিজেপি ছাড়ার পর প্রতিক্রিয়া তথাগত রায়ের
তিনি রাজ্যের উন্নয়ন নিয়ে এত চিন্তিত, তা জেনে ভালো লাগলো। শ্রাবন্তী চ্যাটার্জির বিজেপি ছাড়ার পর এমনই মত তথাগত রায়ের। বৃহস্পতিবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেতা শ্রাবন্তী চ্যাটার্জি। একটি টুইট করে তিনি লেখেন, বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। এই দলের জন্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম। কিন্তু বাংলার জন্য এই দলটির কোনও উদ্যোগ আর আন্তরিকতা দেখতে পারছি না। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
এই ঘোষণার পরেই বিজেপি নেতা তথাগত রায় বলেন,তিনি যে এতদিন দলে ছিলেন, সেটাই তো জানতাম না বিজেপির ঘাড় থেকে একটা ভূত নামল। এবার বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত। শ্রাবন্তীকে কটাক্ষ করে তথাগত রায় আরও বলেন, তিনি যে রাজ্যের উন্নয়নের জন্য এত গভীরভাবে চিন্তা করেন, জানতে পেরে ভালো লাগছে। তথাগত রায়ের আরও কটাক্ষ, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়।
এদিন শ্রাবন্তীর দলত্যাগ সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কী কারণে বিজেপি ছাড়লেন তা স্পষ্ট নয়। তবে তাঁর দল ত্যাগ দলে কোনও প্রভাব ফেলবে না।
বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর তারকা প্রার্থীদের নিয়ে কটাক্ষ করেন তথাগত রায়। টুইট করে তিনি লিখেছিলেন, এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মহিলারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন। মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এঁরা প্রত্যেকেই নির্বাচনে হেরে ভূত হয়েছেন। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে? এঁদের কে আর কেনই বা টিকিট দেওয়া হয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী? তিনি এই প্রার্থীদের ‘নগরীর নটী’ বলেও সম্বোধন করেন।
Comments are closed.