হাতি হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হল
মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ির টাকিমারি এলাকা থেকে বন বিভাগের গাড়িতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর হামলা চালায় হাতি। ঘটনায় মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। সেইসময় শিলিগুড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গে ফিরে আসার সময় সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। তিনি বলেন, আমি পুরো বিষয়টি দেখাশোনার জন্য বন দফতরকে নির্দেশ দিয়েছি। গাড়িতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলেছি। এরপরেই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রাজগঞ্জ ব্লকের মহারাজাঘট এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে বন দফতর। টাকিমারি এলাকা থেকে বনবিভাগের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের বেলাকোবা সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁদের সঙ্গে থাকছেন বন দফতরের নিরাপত্তা কর্মীরা।
শুক্রবার সকাল থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় টহলদারি শুরু করে বন বিভাগের কর্মীরা। এদিন সকালে ওই এলাকায় দেখতে পাওয়া যায় একটি হাতিকে। ফায়ারিং করে হাতিটি জঙ্গলে ঢোকানো হয়।
Comments are closed.