সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু দুপুর হতেই কলকাতা জুড়ে শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত চলে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোম ও মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু মঙ্গলবার দুপুরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি।
কলকাতা ছাড়া আশেপাশের এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে এদিন বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের পর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, সোম ও মঙ্গলবার শহরে ফের কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে। মঙ্গলবারের পর আগামী শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু কালবৈশাখীর আগেই দুপুরে ভিজল কলকাতা।
Comments are closed.