আরজিকর কাণ্ডের জের, সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে বসছে প্রচুর সিসি টিভি

আরজিকর কাণ্ডের অভিজ্ঞতার নিরিখে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে সিসি টিভি লাগানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল মিলিয়ে ১০ হাজারের বেশি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিতে চলেছে স্বাস্থ্য দফতর।

আরজিকর কাণ্ডের পর রাজ্য ২৪টি মেডিক্যাল কলেজের প্রতিটিতে বাড়তি সিসি ক্যামেরা কেনার জন্য ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছিল। তাতে চাহিদার কিছুই পূরণ হবে না। তাতে প্রতিটা হাসপাতাল বড়জোর ২০-২৫টি সিসি ক্যামেরা কেনা সম্ভব। কিন্তু হাসপাতালগুলি চাইছে অন্তত ১৮০-২০০টি করে সিসি ক্যামেরা। স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে আপাতত রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজে আরও ৫ হাজার সিসি ক্যামেরা লাগানো হবে। তারপর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা হবে।

আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে সোমবার শীর্ষ স্বাস্থ্য কর্তারা কলেজগুলির কর্তাদের নিয়ে বৈঠক করেন। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি কলেজের সব সেমিনার রুমেই বসবে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা ছাড়াও কোথায় কত নিরাপত্তারক্ষী দরকার, তা নিয়েও সেদিন আলোচনা হয়েছে। আরও প্রায় দেড় হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করতে চলেছে রাজ্য।

Comments are closed.