ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বে গমের চাহিদা বেড়েছে। মূলত রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ দুই গম রফতানিকারক দেশ। কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। আবার ইউক্রেনে যুদ্ধ চলায় গম রফতানি করতে পারছে না সেই দেশ। এই পরিস্থিতিতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এরপর মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি পাঠালো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠিতে গমের বরাদ্দ কমে যাওয়া নিয়ে অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগ, গম রফতানিতে নিষেধাজ্ঞা জারির পর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। রেশন ডিলারদের বরাদ্দ দেওয়ার দাবি করা হয়েছে। দাবি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই)-এর কাছে এখন ১৫৯ লক্ষ টন গম ও ১০৪ লক্ষ টন চাল মজুত রয়েছে।
বলা হয়েছে, সাধারণ মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন। শীতের মরশুমে সাধারণ মানুষ ভাতের থেকে রুটি বেশি খান। তাই গমের চাহিদার কথা মাথায় রেখে বরাদ্দ বাড়ানো হলে সাধারণ মানুষের সুবিধা হবে।
Comments are closed.