বয়স পেরিয়েছে ৪০। দিন মজুরের কাজ করে কোনও রকমে সংসার চলে। কিন্তু মনের জোর আর ইচ্ছা শক্তির জেরে ইন্ডিয়ান মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের তিনটি ইভেন্টে সোনা জিতলেন নদিয়ার যুবক। নদিয়ার শান্তিপুরের সাহেবডাঙা এলাকার বাসিন্দা তারক ঘোষ। ইন্ডিয়ান মাস্টার চ্যাম্পিয়নশিপে ৫ হাজার, ১০ হাজার এবং ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। এই মাসের ৯ তারিখে মেদিনীপুরে আয়োজিত হয়েছিল ৪২ তম ইন্ডিয়া মাস্টার অ্যাথলেটিক্স এর প্রতিযোগিতা। পুরো দেশ থেকে এই খেলায় অংশ নিতে এসেছিলেন প্রচুর প্রতিযোগী। এই অ্যাথলেটিক্স গেমসে তিনটি ইভেন্টেই প্রথম হয়েছেন তারক।
ছোট থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ ছিল তারকের। কিন্তু অভাবের সংসারে ছোট থেকে পেট চালানোর পাশাপাশি প্র্যাকটিস চালানো খুব সমস্যা ছিল। কিন্তু একটু বড় হতেই দিন মজুরের কাজে যোগ দেন তারক। সারাদিন কাজ করার পর যতটুকু সময় পেতেন, সেই দিয়েই নিজের প্র্যাকটিস চালিয়ে যেতেন তারক। মনের অদম্য ইচ্ছা আর শক্তির জেরে নিজের প্র্যাকটিস চালিয়ে যাওয়ার পর অবশেষে ৪০ বছরে এল সাফল্য। এই বিষয়ে তারক ঘোষ জানিয়েছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে এশিয়ান গেমস ও অলিম্পিকসে ভারতকে সোনা এনে দেওয়াই এবার মূল লক্ষ্য। খুশি তারকের পরিবারের সদস্যরা। এলাকাবাসীরাও গর্ব অনুভব করছেন। তাঁরাও চান ভবিষ্যতে তারক ঘোষ এলাকার মুখ উজ্জ্বল করুক। পাশাপাশি আর্থিকভাবে সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন এলাকবাসীরা।
Comments are closed.