ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্ট রায় দেয়, হত্যা, ধর্ষণ এবং মহিলাদের উপর গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। পিটিশনে বলা হয়েছে, সিবিআই কেন্দ্রের নির্দেশে কাজ করছে। ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্ট বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় রায়দান করেছিল। রায়ে বলা হয়েছিল ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করবে।
এই রায়কে স্বাগত জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু রায়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কুণাল ঘোষ। রায়কে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছিলেন সৌগত রায়। এবার জানা গেল সত্যিই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
বাংলায় ২১ এর নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের অত্যাচারে বিজেপি কর্মীরা ঘরছাড়া। মারা গেছেন অনেক বিজেপি কর্মী।
Comments are closed.