একুশের বিধানসভা নির্বাচনের পর আবারও ভোট ময়দানে মুখোমুখি সিপিএমের অশোক ভট্টাচার্য এবং বিজেপির শঙ্কর ঘোষ। বুধবার রাতে শিলিগুড়ি পুরভোটে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিকে শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন অশোক ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর, শঙ্কর ঘোষকে মুখ করেই শিলিগুড়ি পুরভোটে লড়বে বিজেপি। অন্যদিকে সিপিএমের মুখ শঙ্করের এক সময়ের রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্য।
একুশের বিধানসভা ভোটের মুখে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শঙ্কর। দল তাঁকে প্রার্থীও করে। আর শিলিগুড়ি বিধানসভায় সিপিএমের প্রার্থী ছিলেন অশোক ভট্টাচার্য। বিধানসভা ভোটে শঙ্করের কাছে পরাজিত হন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।
একই ওয়ার্ড না হলেও বিজেপি এবং সিপিএমের দুই নেতার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে নূরজাহান আনসারিকে।
উল্লেখ্য, ২০১৫ সালের পুরভোটে দুটি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে বেশ কয়েকটি আসনে এগিয়ে গেরুয়া শিবির। সাত মাস আগে বিধানসভা ভোটেও শিলিগুড়ি থেকে জয়ী হয়েছেন শঙ্কর ঘোষ। সব মিলিয়ে গুরু শিষ্যের লড়াইয়ে শিলিগুড়ির পুরভোটের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.