গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। দিন দুয়েকের মধ্যে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’। তবে তার জন্য গরম থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তাপমাত্রা তো বাড়বেই, আশঙ্কা বাড়িয়ে হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন লু বইবে। ইতিমধ্যেই ৮ জেলার জন্য সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে পারদ আরও চড়বে। আগামী কালের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে বলে জানান হয়েছে। তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াসে।
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ৫ জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। জেলাগুলো হল, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদনীপুর। আগামী ২০ ঘন্টার মধ্যেই এই জেলাগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সঙ্গে বইবে লু।
হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমের গরম শুষ্ক বাতাস রাজ্যে ঢুকছে। যার জেরেই তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। এর জেরেই আগামী কয়েকদিন তীব্র গরমের অস্বস্তি থাকবে।
Comments are closed.