আইএএস, আইপিএস, সিবিআই অফিসারের পর এবার পুলিশের জালে ভুয়ো এসআই। নিজেকে বিধাননগর পুলিশের সব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ৪৮ লক্ষ টাকা প্ৰতরণার অভিযোগে গ্রেফতার সুমন ভৌমিক নামে এক যুবক।
জানা যাচ্ছে, রাজদেও সিংহ নামে জনৈক ঠিকাদারের কাছ থেকে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেন সুমন। রাজদেও সিংহ সংবাদ মাধ্যমকে জানান, সুমন নিজেকে বিধাননগর কমিশনারেটের এস আই পরিচয় দিতেন। রাজদেওকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দফায় দফায় ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত সুমন ভৌমিক। সুমনের বিরুদ্ধে আরও অভিযোগ কখনও কখনও সে নিজেকে বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত ডিসি হিসেবেও পরিচয় দিতেন।
কিছুদিন যাবৎ সন্দেহ হওয়ায় সুমনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রতারিত। জানা যাচ্ছে, সুমনের সঙ্গে আরও তিনজন রয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঠিকাদার রাজদেও সিংহ।
পুলিশে সূত্রে খবর, ধৃত সুমন ভৌমিক আগে সিভিক ভোলেন্টিয়ার ছিলেন। পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি, ৪২০, ৪১৯, ৪৬৭,৪৬৮,৪৭১ এর মত একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য গত ৪৮ ঘন্টায় এই নিয়ে তিনজন ভুয়ো আধিকারিকের খোঁজ মিলল শহরে। সোমবার বরাহনগর থেকে গ্রেফতার হন এক ভুয়ো সিবিআই অফিসার। আর তার ২৪ ঘন্টার মধ্যেই শহরের আরেক প্রান্ত থেকে রাজর্ষী ভট্টাচার্য নামে একজনকে গ্রেফতার করে পার্ক স্ট্রীট থানার পুলিশ। রাজর্ষী নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিতেন, NIA এর একটি গোপন মিশনে কাজ করছেন তিনি। রাজর্ষীর গ্রেফতারির পর তীব্র চাঞ্চল্য ছড়ায়। আর তার ঠিক একদিন পরেই পুলিশের জালে আরেক ভুয়ো পুলিশ কর্তা। শহর জুড়ে প্রতারণার জাল দেখে কার্যত হতবাক পুলিশ প্রশাসন।
Comments are closed.