ফের ভুয়ো IPS, এবার গ্রেফতার মেদিনীপুর থেকে

এবার মেদিনীপুরে পুলিশের জালে ভুয়ো আইপিএস। নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে আর্থিক প্ৰতরণা করেছেন বলে অভিযোগ ধৃতের বিরুদ্ধে।

বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম সৌম্যকান্তি মুখার্জি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আইপিএস ব্যাজ, টুপি, ভুয়ো পরিচয় পত্র সহ রিভালভাল রাখার হোল্ডার।

সামাজিক মাধ্যমে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিতেন সৌম্যকান্তি। এমনকী নীল বাতি লাগানো গাড়িও ব্যবহার করতেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, বাইরে থেকে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না। আইপিএসদের মতোই ছিল তাঁর হাবভাব।

বুধবার মেদিনীপুরের বাসিন্দা তাপস ব্যানার্জি থানায় একটি অভিযোগ করেন সৌম্যকান্তির বিরুদ্ধে। তাপস জানান, তাঁর এক আত্মীয় সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে ফেরত দিচ্ছেলেন না। সেই সময় তাপসের আলাপ হয় সৌম্যকান্তির সঙ্গে। ধৃত নিজেকে আইপিএস বলে পরিচয় দেন। প্রতিশ্রুতি দেন টাকা উদ্ধার করে দেওয়ার। এই বাবদ তাপসের কাছ থেকে ৭০ হাজার টাকা নেন ধৃত।

তাপসের অভিযোগ টাকা নিয়েও তাঁর কাজ করে দেয়নি ভুয়ো আইপিএস। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

অভিযোগ পেয়েই মেদিনীপুর শহরের লাইব্রেরি রোডের বাসিন্দা সৌম্যকান্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এর আগেও আইপিএস পরিচয় দিয়ে একাধিক লোকের কাছ থেকে টাকা আদায় করছে অভিযুক্ত।

জানা গিয়েছে আইপিএস হওয়ার জন্য সৌম্যকান্তি একাধিকবার ইউপিএসসি সহ বহু পরীক্ষায় দিয়েছেন। কিন্তু ব্যর্থ হয়ে এই পথে হাঁটেন তিনি।

ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

Comments are closed.