উৎসবের মরশুমে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পুজোর আনন্দের মধ্যেও যার জেরে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। জ্বালানির দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। দাম বৃদ্ধির জেরে এদিন পেট্রোলের নতুন দাম ১০৬ টাকা ১০ পয়সা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৩৩ পয়সা।
পেট্রোল ডিজেলের দাম নিয়ে সাধারণ মানুষ অসন্তোষ প্রকাশ করলেও, দাম বৃদ্ধিতে ছেদ পড়েনি। বিরোধীরাও এ নিয়ে লাগাতার সরব হচ্ছেন। যদিও দাম বৃদ্ধির হারে কোনও প্রভাব পড়েনি।
শুক্রবার রাত ১২ টার পর থেকে পেট্রোলের দাম লিটার প্রতি ৩০ পয়সা থেকে বেড়ে ৩৫ পয়সা হয়, ডিজেলের মূল্য ৩৩ পয়সা থেকে বেড়ে ৩৭ পয়সা হয়।
উল্লেখ্য গত তিন সপ্তাহে এ নিয়ে মোট ১৫ বার বাড়ল পেট্রোলের দাম, ১৮ বার বেড়েছে ডিজেলের দাম। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের ধারাবাহিক দাম বৃদ্ধির সরাসরি প্রভাব ফেলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামে। এক দিকে করোনার জেরে অর্থনীতির বেহাল অবস্থা তার উপরে মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
Comments are closed.