কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল ‘কাঁচা বাদাম’। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর তাঁর ‘কাঁচা বাদাম’ গানের মধ্য দিয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে গিয়েছেন। ভোটের প্রচার থেকে শুরু করে দোকানের বিজ্ঞাপন সব জায়গাতেই তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্রও তাঁকে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে ভুবনের জন্য দোকান তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই পরিস্থিতিতে ফেসবুকে একটি ছবি ঘিরে ফের চর্চার কেন্দ্রে কাঁচা বাদাম।
সম্প্রতি কাঁচা বাদাম লেখা জুতোর ছবি ঘুরে বেড়াচ্ছে নেট পাড়ায়। গোলাপি ও নীল রঙের এই জুতোগুলির উপরে লেখা রয়েছে ‘কাঁচা বাদাম’। জুতোর সোলটিও করা কাঁচা বাদামের আদলে। আরামবাগের এক যুবক প্রথমে এই ছবি ফেসবুক পোস্ট করেন বলে খবর। তারপর থেকেই ফেসবুকের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই জুতোর ছবি।
জানা গিয়েছে, কলকাতার সিআইটি রোডের কাছে পদ্ম পুকুরে একটি জুতো প্রস্তুতকারি সংস্থা এই ‘বাদাম জুতো’ তৈরি করেছে। বাজারে গেলে খুব অল্প দামেই নাকি পাওয়া যাচ্ছে এই জুতো। তবে জুতো নিয়ে এখনও ‘কাঁচা বাদাম’এর গায়ক ভুবনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.