বিহার বিধানসভা ভোটে ভাল ফল করে বাংলার ভোটে লড়াই করার কথা জানিয়েছিলেন আসাদুদ্দিন ওয়েইসি। সেই মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের পশ্চিমবঙ্গের প্রধান মুখ আনোয়ার হাসান পাশা সহ একাধিক সংখ্যালঘু নেতা যোগ দিলেন তৃণমূলে।
সোমবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটকের উপস্থিতিতে বাংলার বিভিন্ন জেলার একাধিক মিম নেতা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সাংবাদিকদের সামনে ‘করজোড়ে’ নমস্কার করে তৃণমূলে যোগ দেওয়া মিম নেতা আনোয়ার পাশা বলেন, বাংলার সর্বধর্মের সহাবস্থানকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। তাই মমতার হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। ব্রাত্য বসু বলেন, মিমের সাম্প্রদায়িক রাজনীতিতে ক্ষুব্ধ হয়েই তৃণমূলে এসেছেন নেতারা। আনোয়ার হাসান পাশা বলেন, আমরা দেখেছি যে, বিহারে বিজেপিকে জিততে সাহায্য করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। মিমের কারণেই বিহারে বিজেপির হাত শক্তিশালী হয়েছে। কিন্তু কোনও সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মাটিতে আমরা মাথা তুলে দাঁড়াতে দিতে চাই না। তাই বিজেপিকে রুখতে তৃণমূলে যোগদান। মন্ত্রী ব্রাত্য বসুর কথায়, ঘৃণা, বিদ্বেষ, সংঘর্ষ জিতবে নাকি মৈত্রী, উন্নয়ন জিতবে তার উত্তর দেবেন মানুষ।
Comments are closed.