দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। সূত্রের খবর, রাজ্য সরকার ছাড়পত্র দেয়নি তাঁকে। এদিন এই মর্মে প্রধানমন্ত্রীকে ৫ পাতার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদীর কাছে নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবান্ন আলাপন ব্যানার্জিকে রিলিজ অর্ডার দিচ্ছে না। পাশাপাশি তিনি ওই চিঠিতে কেন্দ্রকে অনুরোধ করেন, কেন্দ্রের এই আদেশ যেন প্রত্যাহার করা হয়।
মুখ্যমন্ত্রী লেখেন, মুখ্যসচিবকে বদলির নির্দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি চিঠিতে উল্লেখ্য করেন, এই ভাবে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে নির্দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন করোনা পরিস্থিতিতে মুখ্যসচিবকে কোনওভাবেই ছাড়া সম্ভব নয়।
সোমবার সকাল ১০টায় দিল্লির কর্মীবর্গ দফতরে মুখ্যসচিবকে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে ২৪ মে নবান্নে একটি চিঠি আসে কেন্দ্রের সরকার পক্ষ থেকে। প্রাক্তন আমলারা যে নির্দেশের তীব্র নিন্দা করেছেন।
সূত্রের খবর, সোমবার নবান্নে ঘূর্ণিঝড় যশ পরবর্তী ক্ষয়ক্ষতির পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩ টেয় সেই বৈঠকে সব দফতরের অফিসারদের থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।
রবিবারও মুখ্যসচিব নবান্নে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।
Comments are closed.