নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা অ্যালব্যাম প্রকাশিত, সুর অজয় চক্রবর্তীর, নাম ‘চরণস্পর্শে’
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে একটি অ্যালবাম প্রকাশিত হল। অ্যালবামে গানের লেখা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সুরকার পণ্ডিত অজয় চক্রবর্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে এই অ্যালবামের উদ্বোধন হয়।
অ্যালবামের নাম চরণস্পর্শে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন অ্যালব্যাম প্রকাশিত হওয়ার সময় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। মনোময় ভট্টাচার্য ও জিত গাঙ্গুলি। উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। গানের একটি করে লাইন গাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইমত স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত একটি গান করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি। একইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু তো বটেই, এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু প্রসঙ্গ ছুঁয়ে মমতা বলেন,প্রত্যেকের সুর একটাই।
Comments are closed.