জনবহুল মেট্রো স্টেশন হতে চলেছে শিয়ালদহ; ভীড় সামাল দিতে কী ব্যবস্থা, কতক্ষন অন্তর মিলবে ট্রেন, জানুন বিস্তারিত
১১ জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনের পথ চলা। উদ্বোবধন নিয়ে বিতর্কের মাঝেই সোমবার শিয়ালদহ থেকে মেট্রো রেলের চাকা গড়াবে। কর্তৃপক্ষের মতে, সবথেকে জনবহুল মেট্রো স্টেশন হতে চলেছে শিয়ালদহ। সাধারণ যাত্রীদের পাশাপা শিয়ালদহ স্টেশন থেকে বিপুল যাত্রী মেট্রো ধরার উদ্দেশ্যে আসবেন। যার জেরে যাত্রী সংখ্যা সামাল দেওয়াও মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে বেশ চ্যালেঞ্জ-এর। শিয়ালদহ থেকে মেট্রো চড়তে নূন্যতম কত ভাড়া দিতে হবে? কতক্ষন অন্তর মিলবে ট্রেন? সেই সঙ্গে বিপুল যাত্রীসংখ্যা সামাল দিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিয়ালদহ থেকে মেট্রো ধরতে যাত্রীদের নূন্যতম ১০ টাকা ভাড়া গুনতে হবে। শিয়ালদহ মেট্রো স্টেশনের দু’দিকের স্টেশনের দূরত্ব ২ কিমি-র বেশি হওয়ার কারণেই এই নূন্যতম ভাড়া ১০ টা। শিয়ালদহ-এর একদিকে থাকছে এসপ্ল্যানেড স্টেশন, যার দুরুত্ব ২.৪৫ কিমি অন্যদিকে ফুলবাগান স্টেশনের দুরুত্ব ২.৩৩ কিমি। অন্যান্য স্টেশনগুলো থেকে নিকটবর্তী স্টেশনের দুরুত্ব ২ কিমির কম হওয়ায় নূন্যতম ভাড়া হয় ৫ টাকা।
বিপুল যাত্রী সংখ্যা সামাল দিতে শিয়ালদহ স্টেশনে থাকছে তিনটে প্লাটফর্ম। দু’পাশেই থাকবে স্ক্রিন ডোর। এছাড়াও ডবল ডিসচার্জ প্লাটফর্ম। ভীড় সামাল দিতে ৯ টি স্টেশন, ১৮ এস্কেলেটর এবং মোট ২৭ টি টিকিট কাউন্টার থাকছে। বিশেষভাবে সক্ষমদের জন্যও থাকছে লিফ্ট। মেট্রো থেকে নেমেই যাতে যাত্রীরা সরাসরি শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন সে কারণে মেট্রো স্টেশনেই থাকছে লোকাল ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, দিনের ব্যস্ততম সময়ে ১০ মিনিট অন্তর ট্রেন মিলবে, এছাড়া দিনের বাকি সময়ে ১২ মিনিট অন্তর মিলবে ট্রেন।
Comments are closed.