ট্যাক্সি বা ক্যাবের থেকে অনেকটাই কম খরচে অথচ দ্রুত গন্তব্যে পৌঁছেতে অ্যাপ বাইকের জুড়ি মেলা ভার। দিন দিন এই অ্যাপ বাইকের চাহিদাও বেড়েই চলেছে। বহু বেকার যুবকের কর্মসংস্থানও হচ্ছে অ্যাপ বাইক চালিয়ে। তবে যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে অধিক ভাড়া। অ্যাপ বাইকগুলোর বিরুদ্ধে নানান সময় অভিযোগ উঠে আসছে। এবার অ্যাপ বাইক নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহন দফতর। আর ব্যক্তিগত নম্বর প্লেট নিয়ে অ্যাপ বাইক চালানো যাবে না। ব্যবহার করতে হবে বাণিজ্যিক নম্বর প্লেট।
মঙ্গলবার অ্যাপ বাইক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহনমন্ত্রী জানান, বাণিজ্যিক নম্বর প্লেটের জন্য জেলায় জেলায় বিশেষ ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে গিয়ে আবেদন করলেই দ্রুত বাণিজ্যিক নম্বর প্লেট পাবেন বাইক চালকরা। তিনি আরও জানান, বর্তমানে অ্যাপ বাইক চালকরা তিন জেলায় পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছিলেন। বাণিজ্যিক নম্বর প্লেট ব্যবহার করলে তাঁরা পাঁচ জেলায় পরিষেবা দিতে পারবেন।
Comments are closed.