সকাল থেকে গণ্ডগোল বর্ধমান স্টেশনে। শুক্রবারের সকাল থেকে বর্ধমান শাখায় সব ধরণের ট্রেন চলাচল বিঘ্নিত। বর্ধমান স্টেশনে পাওয়ার ব্লক হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরণের ট্রেন চলাচল। দেরিতে ঢোকে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি সকাল থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা। চরম হয়রানির শিকার হন যাত্রীরা।
সকালে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারেনি। বর্ধমান রামপুরহাট শাখা, আসানসোলে শাখা, শিয়ালদহ শাখার সব ট্রেন পরিষেবা ব্যাহত হয়। চুড়ান্ত ভোগান্তি যাত্রীদের। স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে ডাউন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস। হাওড়া ও শিয়ালদহ আসার সব ট্রেন কয়েকঘন্টা দেরিতে চলে।
এই বিষয়ে পূর্ব রেলের সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী TheBengalStory কে জানিয়েছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৭ টা ২৪ মিনিট থেকে সমস্যা শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী বেলা পর্যন্ত সমস্যা মেটেনি। তবে দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
Comments are closed.