পুজোর চার মাস বাকি থাকলেও উত্তরবঙ্গের সমস্ত ট্রেনের টিকিট শেষ, মাথায় হাত যাত্রীদের

২০ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী। ক্যালেন্ডার দেখলে এখনও প্রায় চার মাস বাকি পুজোর। অনেকেই পুজোর ছুটিতে উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। হোটেল বুকিংও সেরে ফেলেছেন। আবার উত্তরবঙ্গের বাসিন্দারা যারা কলকাতায় থাকেন চাকরিসূত্রে, তারাও পুজোর ছুটিতে বাড়িতে ফিরে যেতে চান। কিন্তু মাথায় হাত পড়েছে সকলের। কারণ, উত্তরবঙ্গে যাওয়ার প্রায় সমস্ত ট্রেনের টিকিটই শেষ। রেল সূত্রে তেমনটাই খবর। 

উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কামরূপ এক্সপ্রেস, কার্যত সব ট্রেনেই টিকিট কাটতে গেলে ওয়েটিং দেখাচ্ছে। যাত্রীদের দাবি তেমনটাই। যার জেরে দুশ্চিন্তায় পড়েছে অসংখ্য মানুষ। এ অবস্থায় সকলেই ভাবছে বিকল্প কী হতে পারে। অনেকেই ইতিমধ্যেই বাসে শিলিগুড়ি যাওয়ার ভাবনাচিন্তা শুরু করেছে। যদিও তার জন্যও বাসে আগাম টিকিট বুকিং করে রাখতে পরামর্শ দিচ্ছে। না হলে বাসের টিকিটও চড়া দামে বিক্রির আশঙ্কা রয়েছে। 

তবে এসবের মধ্যেও প্রতিবছর পুজোয় কিছু স্পেশাল ট্রেন চালায় রেল। এ বছরও তেমন সম্ভবনা রয়েছে। যার ফলে এখন সেদিকেই তাকিয়ে অনেকে। 

Comments are closed.