বাগডোগরায় আন্তর্জাতিক বিমান ওঠানামার অনুমতি, উপকার হবে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে

উত্তরবঙ্গের জন্য সুখবর। বাগডোগরা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান ওঠানামার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত প্রতিবেশী দেশ ভুটানের পারো থেকে ব্যাঙ্ককগামী উড়ানের বাগডোগরায় নামার অনুমতি থাকলেও অন্য কোনও দেশের উড়ান ওঠানামার অনুমতি ছিল না।

মাঝে কিছুদিন একটি বেসরকারি সংস্থা বাগডোগরা-কাঠমান্ডু রুটে উড়ান চালানোর ছাড়পত্র পেলেও, তা ছিল পরীক্ষামূলক। বাগডোগরার স্টেটাস ছিল ‘কাস্টমস এয়ারপোর্ট’। সূত্রের খবর, বাগডোগরাকে কেন্দ্রীয় সরকার ‘পয়েন্ট অফ কল’ মর্যাদা দিয়েছে।

জানা গিয়েছে, যে কোনও দেশ থেকে বাগডোগরায় সরাসরি উড়ান চালানো যাবে। ফলে আরও বেশি বিদেশি পর্যটক বাগডোগরা হয়ে উত্তরবঙ্গ এবং সিকিমে বেড়াতে আসতে পারবেন। উপকার হবে সেখানকার অর্থনীতিরও। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদেরও দীর্ঘদিন এই দাবি ছিল। এতে পর্যটনের আরও বিকাশ ঘটবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

আন্তর্জাতিক তকমা দেওয়ার সঙ্গে বাগডোগরার জন্য আলাদা করে অর্থও বরাদ্দ করেছে বিমান মন্ত্রক। কলকাতা, দিল্লির মতো বাগডোগরাতেও আলাদা করে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকার এই কাজে বাগডোগরাকে প্রায় ১০৫ একর জমি দিয়েছে।

Comments are closed.