বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে সাংবাদিক বৈঠক করল বিএসএফ। বিএসএফের তরফে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্র কোনও অতিরিক্ত ক্ষমতা দেয়নি। বুধবার এডিজি ওয়াই বি খুরানা সাংবাদিকদের সামনে জানিয়ে দেন, কেন্দ্র এক্তিয়ার বাড়ালেও অতিরিক্ত কোনও ক্ষমতা দেয়নি। বিএসএফের ক্ষমতা খুবই সীমিত।
তিনি জানান, আইনে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই বিএসএফের। রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের সম্পর্ক ভালো বলেই জানান এডিজি ওয়াই বি খুরানা। তিনি জানিয়ে দেন, সীমান্তে চোরাচালান রুখতে অনেকসময় রাজ্য পুলিশের সঙ্গে একসঙ্গে যৌথ অভিযান চালায় বিএসএফ।
কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পঞ্জাব, অসম এবং পশ্চিমবঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর অর্থাৎ বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হবে। এই এলাকার মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এর বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১২টি, বিপক্ষে ৬৩টি। এরপরই বুধবার লর্ড সিনহা রোডের কার্যালয় থেকে সংবাদিক বৈঠক করল বিএসএফ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিএসএফ তদন্তকারী সংস্থা নয়। অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করাই আমাদের কাজ। আইন শৃঙ্খলা রক্ষা বিএসএফের কাজ নয়।
Comments are closed.