২০২২ বাজেটে ১০০ দিনের জন্য বরাদ্দ টাকার পরিমাণ কমিয়েছে কেন্দ্র, দাবি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের। মোদী সরকারের বাজেটের একাধিক বিষয় তুলে ধরে সমালোচনায় সরব হন রাজ্যের আর্থিক উপদেষ্টা। যার মধ্যে অন্যতম ছিল ১০০ দিনের কাজের বিষয়টি।
বাজেট শেষে অমিত মিত্র অভিযোগ করেন, কেন্দ্র সুকৌশলে ১০০ দিনের জন্য বরাদ্দ টাকা কমিয়েছে। বরাদ্দ টাকা ৯৮ হাজার টাকা থেকে কমিয়ে ৭৩ হাজার টাকা করেছে কেন্দ্র। যা স্বাভাবিকভাবেই সকলের নজর এড়িয়ে গিয়েছে।
বাজেট নিয়ে মমতা ব্যানার্জির প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন ঠিক তাই। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু রাখা হয়নি। মধ্যবিত্ত চাকুরীজীবীদের জন্যও কিছু ভাবা হয়নি বাজেটে। পরিসংখ্যান তুলে ধরে এদিন তিনি প্রশ্ন তোলেন, লকডাউনে ১ কোটি ২০ হাজার জন চাকুরী হারিয়েছেন, তাঁদের জন্যও সরকার কী ভেবেছে সেসব নিয়ে বাজেটে কিছু উল্লেখ করা হয়নি।
Comments are closed.