বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার না সরানোর আর্জি জানিয়ে এবার কেন্দ্রের ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
চিঠিতে তিনি লেখেন কেন্দ্রীয় সরকারের এ ধরনের একটি লাভজনক সংস্থার হেড কোয়ার্টার বাংলা থেকে সরাবেন না। এতে বাংলার স্টিল প্লান্টগুলিতে বিরাট প্রভাব পড়বে। সেই সঙ্গে স্টিল প্লান্টগুলির উপর নির্ভরশীল ক্ষুদ্র শিল্প গুলিও রুগ্ণ হয়ে পড়বে। যার জেরে বহু মানুষ কাজ হারাবেন। রাজ্যের অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে।
উল্লেখ্য কয়েকদিন ধরেই কেন্দ্রের তরফে আলোচনা চলছে সেলের হেড কোয়ার্টার কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার।
চিঠিতে অমিত মিত্র আরও দাবি করেছেন, রাজ্যে এরকম একটি সংস্থার মুখ্য কার্যালয় থাকায় রাজ্য সরকারের বেশকিছু আর্থিক রোজগার হয়। দফতর স্থানান্তরিত করলে সেই আয়টিও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
সব মিলিয়ে বেশ কয়েকটি দিক তুলে ধরে চিঠির ছত্রে ছত্রে কেন্দ্রীয় মন্ত্রীকে সেলের হেড কোয়ার্টার না সরানোর আর্জি জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
Comments are closed.