নবান্নে এখনই মুখোমুখি হচ্ছেন না অমিত শাহ ও মমতা ব্যানার্জি। আগামী ৫ নভেম্বরের ইস্টার্ন রিজিওনাল কাউন্সিলের বৈঠক৷ এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু জানা গিয়েছে, সেই বৈঠক আপাতত স্থগিত হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের। বৈঠকে অংশ নিতে কলকাতায় আসার কথা ছিল বিহার, ওড়িশা, অসম, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীদেরও৷ কিন্তু ওই বৈঠক আপতিত স্থগিত হয়ে যাওয়ার কারণে মুখোমুখি হচ্ছেন বা মমতা ব্যানার্জি ও অমিত শাহ।
ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কর্মসূচি থাকার কারণেই বৈঠক আপাতত স্থগিত হয়ে যাচ্ছে বলে নবান্ন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷ তবে কবে এই বৈঠক হবে তা এখনও জানা যায়নি৷
উল্লেখ্য, ২০১৯ সালে এই বৈঠক হয়েছিল নবান্নে। সেইসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিংহ। ২০২০ সালে ওড়িশায় এই বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এইবার অভেই বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে। কিন্তু আপাতত স্থগিত এই বৈঠক।
Comments are closed.