এলন মাস্কের ঘোষণা মোতাবেক ২০ এপ্রিল ব্লু টিক হারিয়েছিলেন তাবড় তাবড় সেলিব্রেটি। সেই তালিকা থেকে বাদ যাননি অমিতাভ বচ্চনও। ব্লু টিক হারানোর পর ট্যুইটার কর্তা এলন মাস্ককে ট্যাগ করে একটি ট্যুইট করেন বিগ-বি। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ব্লু টিক খুইয়ে অমিতাভ বচ্চন মাস্ককে উদ্দেশ্যে করে লিখেছিলেন, ও ট্যুইটার ভাই…বলছি শুনতে পাচ্ছেন। আমি তো টাকা দিয়ে দিয়েছি। ওই নীল টিকটা হয় না , আমার নামের পাশে দয়া করে আবার জুড়ে দিন। না হলে লোকজন বুঝবে কী করে যে আমিই অমিতাভ বচ্চন। এখানেই না থেমে বলিউডের শাহেনশাহর খোঁচা, হাত তো আগেই জোড় করেছি। এবার কি পায়েও ধরতে হবে?
তবে বিগ-বি’র এহেন মজার ট্যুইটের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ট্যুইটার ব্লু টিক ফিরিয়ে দিয়েছে। ব্লু টিক ফিরে পাওয়ার পরও ট্যুইটার কর্তাকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। পরে অন্য একটি ট্যুইট করে নিজেরই মোহরা ছবির গানটির কয়েকটি শব্দ পাল্টে ট্যুইট করেছেন বিগ-বি তাঁর ট্যুইটে লেখেন, ‘‘তু চিজ় বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক।’’ আর অভিনেতার এই ট্যুইটও মুহূর্তে ভাইরাল হয়েছে। যদিও যাঁকে নিয়ে এত আলোচনা, সেই এলন মাস্ক এখনও পুরো বিষয়টিতে কোনও প্রতিক্রিয়া দেননি।
Comments are closed.