ঝাড়গ্রামে আদিবাসীদের মধ্যে মমতা ব্যানার্জি, কোলে তুলে নিলেন বাচ্চা, মুখ্যমন্ত্রীকে দেখে অভাব-অভিযোগ জানালেন বাসিন্দারা
ঝাড়গ্রামে গিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগেও বিভিন্ন জেলায় গিয়ে জনগনের ভিড়ে মিশে গিয়েছেন তিনি। ঝাড়গ্রাম সফরেও এর অন্যথা হল না। মঙ্গলবার বিকেলে বেলপাহাড়ি ও শিলদায় আদিবাসীদের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। দিদিকে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা জানান গ্রামবাসীরা। তাঁদের সমস্যা সামধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
আদিবাসীদের কাছে গিয়ে একটি ৩ মাসের বাচ্চাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। সেই ছবি পোস্ট করা হয় তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে লেখা হয়, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ঝাড়গ্রামের একটি গ্রামে গিয়েছিলেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পোস্টে দেখা যায়, মাটির বাড়িতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার সময় বেলপাহাড়ি ও শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নামেন তিনি। একটি চায়ের দোকানেও ঢোকেন তিনি। আদিবাসী মহিলারা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বলেন, জল নিয়ে অভিযোগ করেন। প্রত্যেকের অভিযোগ শুনে আশ্বাস দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের মধ্যেই সমস্যা মিটবে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে ফের গাড়িতে রওনা দেন তিনি।
এর আগেও বহুবার সাধারণ মানুষের সঙ্গে ভিড়ে মিশে যেতে দেখা যায় মমতা ব্যানার্জিকে। চায়ের দোকানে ঢুকে চাও বানাতে দেখা গিয়েছে তাঁকে। পাহাড়ে গিয়ে মোমো বানাতেও দেখা গিয়েছে তাঁকে।
Comments are closed.