বিধানসভা ভোটে হারার পর অন্তর্দ্বন্দ্বের আগুনে জ্বলছে বঙ্গ বিজেপি। রোজই নিত্য নতুন ঘটনায় বিড়ম্বনা বাড়ছে ‘ইস বার দোসো পারে’র নাড়া দেওয়া দলের। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা ব্যানার্জি। রাজীব ব্যানার্জি ও সব্যসাচী দত্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
সোনারপুরের বাড়িতে বসে ফেসবুক লাইভে তাঁকে বলতে শোনা যায়, বর্তমান রাজ্য বিজেপিতে অনেক নেতা আছে, যাঁদের দলে থাকার কোনও যোগ্যতা নেই। ভোটের আগে এদের তৃণমূলে থাকার কোনও যোগ্যতা ছিল না। কোনও জায়গা ছিল না। আর তৃণমূল থেকে আসা এইসব নেতাদের জন্য ভোটে দলের ভরাডুবি হয়েছে। তিনি নাম করে রাজীব ব্যানার্জি ও সব্যসাচী দত্তকে দালাল বলে আক্রমণ করেন।
বিজেপি নেত্রী বলেন, এই বক্তব্যের পর হয়ত আমাকে শোকজ করা হবে। যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকে বিজেপি করি। বিজেপিতেই আমাদের জন্ম। যেদিন বিজেপির কিছু ছিল না, সেদিন থেকে বিজেপি করতাম। হাজার বার চিৎকার করলেও অন্য দলে যাব না।
তাঁর কথায় ভোটের আগে রাজীব ব্যানার্জি বারবার চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গেছেন। সিদ্ধান্ত নিয়েছেন। আর এখন দলে থেকে দল বিরোধী কথা বলছেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কথা মেনে নেওয়া হবে না। বিজেপিতে থেকে মমতা ব্যানার্জির মনের কথা বলছেন রাজীব। তাঁর আরও অভিযোগ, এর পরেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তৃণমূলের দালালদের যদি না সরানো হয়, তবে ভোট পরবর্তী হিংসায় যেসব কার্যকর্তারা ঘরছাড়া, তাঁরা বিচার পাবেন না বলে দাবি করে অবিলম্বে রাজীবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি নেত্রী অমৃতা ব্যানার্জি।
দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির সাংগঠনিক পূর্ব জেলার সভাপতি সুমিত দাস জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব বিষয়টি অবশ্যই দেখবেন।
অন্যদিকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এনেছেন বিজেপি যুবমোর্চার রাজ্য কোষাধক্ষ্য কৌশিক ঘোষ। তিনি রাজীব ব্যানার্জিকে নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ফেসবুকে রাজীব ব্যানার্জির পোস্ট করা স্ক্রিনশট নিজের ওয়ালে পোস্ট করে তিনি জানিয়েছেন এইসব তৃণমূলের দালালদের মেনে নেওয়া যাচ্ছে না।
Comments are closed.